নানা আয়োজনে ধামরাইয়ে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি; “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” উপরোক্ত স্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় সোমবার (১ নভেম্বর -২০২১) ঢাকা জেলার ধামরাই উপজেলায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০২১।
ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা চত্তরে বর্ণাঢ্য র ্যালি বের করা হয় উপজেলা চত্তরে প্রদক্ষিণ শেষে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক,সনদ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তা, যুব অধিদপ্তরের কর্মকর্তাগন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সুধীজন এ’সময় উপস্থিত ছিলেন।