ডিমলায় কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে ৫০% ভতুর্কি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সোমবার (১ নভেম্বর) ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সফর আলীর ছেলে কৃষক শাহা আলীকে ২৫ লাখ টাকা মুল্যের এসিআই মোটর্স লিঃ এর কম্বাইন হারভেষ্টার (ধান মাড়াই) একটি মেশিন ৫০% ভতুর্কি মূল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ।