দেশজুড়ে

চট্টগ্রামে গ্যাসের লাইনে লিকেজ, একই পরিবারের দগ্ধ ৬

চট্টগ্রাম নগরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে গতকাল সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দগ্ধ ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button