জাতীয়
দেড় বছরের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স অক্টোবরে


অক্টোবরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম। সদ্য সমাপ্ত মাসটিতে রেমিট্যান্সের পরিমাণ ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। যা সেপ্টেম্বরের চেয়ে ৭ শতাংশ কম। আর গত বছরের অক্টোবর মাসের চেয়ে ২১ দশমিক ৬৫ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সব মিলিয়ে রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ।
গত ২০২০-২১ অর্থবছরে করোনা মহামারির মধ্যেও অতীতের সব রেকর্ড ভেঙে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪.৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল আগের বছরের চেয়ে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ১ শতাংশ বেশি। কিন্তু চলতি অর্থবছরে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। প্রতি মাসেই রেমিট্যান্স কমছে।