শিক্ষা

আগামীকাল ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২:৩০টায় প্রকাশ করা হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

গত ২ অক্টোবর শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button