দেশজুড়ে

রাত পোহালেই ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২রা নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

সোমবার (১ লা নভেম্বর) উপজেলা নির্বাচন অফিস চত্তরে ভোট গ্রহনে যাবতীয় সরঞ্জাম ৯টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।
ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহজাহান মানিক জানান, এবারে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী সহ মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯হাজার ৯৪৭ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার ১০ হাজার ১৯১ জন । সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক জানান, মঙ্গলবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির জানান পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে মধ্যে ৪টি কেন্দ্রেকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি। তবে আমরা সকল কেন্দ্র গুলোতে যাতে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয় সেকথা বিবেচনা করে সকল কেন্দ্র গুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি। যাতে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button