আজ করোনায় মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল


মাসের শুরুতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় কোনো মৃত্যু হয়নি। আক্রান্তের হারও কম। এদিন দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে গত অক্টোবর মাসের মধ্যে ২৭ তারিখেও মেডিকেল করোনায় কেউ মারা যায়নি।
এ নিয়ে অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৭ জনের মৃত্যু হয়েছে এবং গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৫টি নমুনা পরীক্ষায় দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২১ জন।