দেশজুড়ে

ঘাটাইলে বালবিবাহ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে “বাল্য বিবাহকে না বলি, সুস্থ্য সুন্দর দেশ গড়ি” এ প্রতিপাদ্যের উপর ভিত্তি করে “১৮-এর আগে বিয়ে নয়” বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এই ক্যাম্পেইনের আয়োজন করে। উপজেলার মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের বিশেষ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া তিনি বিদ্যালয়ে ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার প্রদানের জন্য ব্যবস্থা করার জন্য পরামর্শ দেন। বাল্য বিবাহ প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে এক সাথে কাজ করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন, মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হানিফ খান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিবিসি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মিঃ জেমস্ সানি বৈরাগী প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button