দেশজুড়ে

জমে উঠেছে ডোমার পৌরসভা নির্বাচন, প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। পৌর এলাকার বিভিন্ন চায়ের দোকানে, মোড়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের আলাপ-আলোচনা চলছে সকাল থেকে রাত পর্যন্ত।এছাড়া প্রার্থীদেরও ব্যস্ত সময় পার হচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে।

ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী ছুটছেন নির্বাচনী এলাকার প্রতিটি বাড়ি বাড়ি। চলছে নিয়মিত মাইকিং, ব্যানার টাঙানো, উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা।

এবার মেয়র পদে লড়ছেন ৩ হেভিওয়েট প্রার্থী। প্রার্থীদের মধ্যে আছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা (নৌকা), সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ), ও প্রথম নারী প্রার্থী আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন) প্রতীক নিয়ে লরছেন।

পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক নীলফামারী।

এসময় তিনি বলেন, ডোমার পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম মাঠে কঠোর অবস্থানে থাকবে। আর ইভিএম পদ্ধতি নিয়ে আপনাদের মনে যে সংশয় রয়েছে সেই বিষয়ে জালিয়াতির মাধ্যমে ভোট গ্রহণের কোন অবকাশ নেই। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নিঃসন্দেহে ভোট দিবেন। পরিশেষে আপনাদের কাছে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহযোগিতা কামনা করছি।

ডোমার উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আ. রহিম জানান, আগামী ২ নভেম্বর ডোমার পৌরসভা নির্বাচন। পৌরসভার ভোট হবে ইভিএম পদ্ধতিতে। কোনো প্রার্থী আচরণবিধি যেন লঙ্ঘন না করেন, সেদিকে নজর রাখা হচ্ছে।

উক্ত পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button