নান্দাইলে সাপে কামড় ও পানিতে ডুবে মরার বিষয়ক সচেতনতার বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্টিত

0
95

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ সাপে কামড়ালে ওঝা নয়,বেদে নয়, হাসপাতালেই চিকিৎসা হয় এবং বয়স হলে চার শিখতে সাঁতার” এ প্রতিপাদ্য দুটিকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পানিতে ডুবা ও সাপে কাটা বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষে রবিবার এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত উক্ত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ দেবাশীষ দাস, সহ অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডাঃ এস এম সোহেল রানা।

কর্মশালায় সাপে কামড় দিলে যা যা করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য হলো-
কোন রকম বাঁধন বা ব্যান্ডেজ লাগানো যাবে না। বরফ লাগানো যাবে না। এতে টিস্যুর ক্ষতি হতে পারে। গরম সেঁক দেয়া যাবে না। কেটে বিষ বের করার চেস্টা করা যাবে না। কামড়ের জায়গায় কোন রকম কেমিক্যাল ব্যবহার করা যাবে না ইত্যাদি।