দেশজুড়ে

হবিগঞ্জে দীঘলবাক ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়াম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

আজ ৩০ অক্টোবর ২০২১ সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ০৪নং দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের রায়ঘর বহরমপুর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মোঃ আবু সাঈদ এওলা মিয়া’র মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত (৮০-১০০ জন) হয়।

জানা যায়, উক্ত ইউনিয়নে দলীয় মনোনীত ও বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আবু সাঈদ এওলা মিয়া’র আপন ভাগ্নে এবং মেয়ের জামাতা যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহম্মেদ (তারেক রহমানের অর্থ যোগানদাতা ও দেশবিরোধী ষড়যন্ত্রকারী)।

এছাড়া, এওলা মিয়া’র স্ত্রীর ভাই জনাব জামাল উদ্দিন চৌধুরী নবীগঞ্জ উপজেলার ০৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। তাকে পুনরায় আওয়ামী লীগ হতে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায়, উক্ত ইউনিয়নসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনতিবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহারপূর্বক উক্ত ইউনিয়নের আওয়ামী পরিবারের যে কাউকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু ছালেহ জীবন। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দসহ স্থানীয় জনগণ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button