সরিষাবাড়ীতে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত


তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর থেকেঃ “মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর স¤প্রীতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ গফুর, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক চাঁন মাষ্টার, প্রধান শিক্ষক সামিউল ইসলাম মিলনসহ উপস্থিত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা। সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মত বিনিময় সভার সঞ্চালনা করেন।