দেশজুড়ে

গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত সুধী সমাবেশ ও র‍্যালি

মো. নুর আলম গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে তে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে (৩০ অক্টোবর) শনিবার সকালে গোপালপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা ও থানা চত্বরে রেলি অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনে এর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মীর রেজাউল হক, কমিউনিটি পুলিশের সভাপতি কে এম গিয়াস উদ্দিনের, আরো উপস্থিত ছিলেন থানা তদন্ত অফিসার মামুন ভূঁইয়া, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুউব, ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ ।

সুধী সমাবেশে উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গণ। সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারদেরকে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button