দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেল আরো একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আশরাফ আলী (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বাসিন্দা। শনিবার (৩০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৫৫ রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১২০ নমুনা পরীক্ষা করে তিনজন করোনা শনাক্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button