কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী মিন্টুর ভোট ও সমর্থন কামনা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ১৪নং কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল কাইয়ুম মিন্টু ফুটবল প্রতীকে সকলের কাছে ভোট ও সমর্থন কমনা করেছেন। গেল ইউপি নির্বাচনেও ফুটবল প্রতীক নিয়ে আব্দুল কাইয়ুম মিন্টু বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখার পাশাপাশি নিজ ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে এরই মধ্যে আব্দুল কাইয়ুম মিন্টু এলাকায় ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী ও পাঁচলদিয়া গ্রাম নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডে মোট ভোটার ২৩’শত ৮৮ জন। এর মধ্যে বিবন্দী গ্রামে ভোটার সংখ্যা ১৮’শত ৭২ ও পাঁচলদিয়া গ্রামে ভোটার ৫’শত ১৬ জন। ভোট কেন্দ্র ১টি। এই ওয়ার্ডে আব্দুল কাইয়ুম মিন্টুসহ মোট মেম্বার প্রার্থী ২ জন। আগামী ১১ নভেম্বর শ্রীনগর উপজেলার মোট ১৪টি ইউনয়ন পরিষদে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।