দেশজুড়ে

ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির এর ৫৫তম জম্মদিন উদযাপিত

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয় এর আজ ২৮শে অক্টোবর ২০২১ বৃহস্পতিবার ৫৫ তম জন্মদিন।

এ উপলক্ষ্যে ধামরাই পৌরসভার হলরুমে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ ঢাকা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ।

ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা মহোদয়ের ৫৫তম জম্মদিনের কেক মেয়র মহোদয় ও ধামরাইয়ের সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ যৌথভাবে কেক কেটে একে অপরকে মুখে তুলে দিয়ে উদযাপন শুরু করা হয়।

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করা হয়।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু ,ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠন,সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, ধামরাই পৌরসভার সকল গ্রেডের কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button