ঘাটাইলে উইজডম ভ্যালি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শিশু-শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি’র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন। বিশেষ অতিথী ছিলেন সহকারি কমিশনার(ভূমি) ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ভূয়াপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাজিয়া সুলতানা, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, নির্মাণ সংগঠনের পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সরকারি নির্দেশনা মেনে বর্ণাঢ্য এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনির ৬৫ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেণ। প্রতিযোগিতা শেষে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।