দেশজুড়ে

ফুলবাড়ীতে যুব দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: বুধবার সকাল সাড়ে ১০ ফুলবাড়ী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে এক বিশাল র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী পার্বতীপুর রোডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে পৌর যুব দলের আহব্বায়ক শফিকুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপি এর সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম শাহাদত তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বৃহৎ বিরোধী দল হিসেবে জাতীয়তা বাদী দল রয়েছে।

গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর নাম মুচে ফেলতে চায় ভোট বিহীন এই সরকার। ঢাকায় শান্তিপূর্ন ভাবে বিএনপি সমাবেশ করে সেই সমাবেশে পুলিশ বাহিনী দিয়ে সমাবেশ পন্ট করে দেয়। বিএনপি কে রাস্তায় দাড়াতে দিতে চায় না। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি’র ঘাড়ে দোষ চাপিয়ে মামলা দিয়ে জেল হাজতে পুড়তে চায়। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। সে জন্য সকল নেতা কর্মীকে ঐক্য বদ্ধ থাকতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৯০ এর গণ আন্দোলনে ছাত্রনেতা ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মরতুজা হক অষ্টিন, পৌর যুব দলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল, পৌর যুব দলের যুগ্ন আহব্বায়ক মোঃ বেলাল হোসেন, যুগ্ন আহব্বায়ক মোঃ শাহেদ ইসলাম, ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল হক, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ জিয়াবুর রহমান জিয়া, সদস্য সচিব আল আমিন সরকার পাপ্পু, পৌর ছাত্রদলের আহব্বায়ক ইমাম হাসান মোনাস, সদস্য সচিব আবুল কাশেম পাপ্পু। সঞ্চলনায় ছিলেন পৌর যুব দলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button