জাতীয়

দেশে দুই ডোজের আওতায় ২ কোটি ১১ লাখ মানুষ

দেশে এখন পর্যন্ত করোনা প্রতিরোধক ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি ২০ লাখ ৬৭ হাজার ৮৯৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের এই তথ্যের পাশাপাশি জানিয়েছে, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫৫৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ১১ লাখ ৯ হাজার ৩৩৯ জন। আর দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ১৪২ ডোজ টিকা।

দেশে এখন টিকা মজুত আছে ১ কোটি ৫২ লাখ ৪ হাজার ৫২৫ ডোজ।

এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। স্বাস্থ্য অধিদফতর উল্লেখ করেছে, করোনা টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৬৮১ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button