দেশজুড়ে

বাড়িতে গাঁজা চাষ, ইউপি সদস্য গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটায় বসত বাড়িতে গাঁজার গাছ সহ আব্দুস সাত্তার ওরফে বাটুকে (৬৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।

সোমবার সাঘাটা থানাধীন উত্তর সাথালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান। আটক আব্দুস সাত্তার ওরফে বাটু উত্তর সাথুলিয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

ওসি মতিউর রহমান জানান,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাটু মেম্বার তার বাড়িতে বড় আকারের একটি গাঁজা গাছ লালন পালন করছেন। সেই খবরের নিশ্চয়তা পাওয়ার পর আজ অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button