মির্জাগঞ্জে করোনায় মোট আক্রান্ত ১১ জন, মৃত ১, সুস্থ ২ জন

0
77

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: মির্জাগঞ্জ উপজেলায় করোনা শুরু থেকে ১১ জন করোনার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়ালো।

রবিবার (২১ জুন) সকাল ১০ টায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বিষয়টি নিশ্চিত করে জানান, এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন, মির্জাগঞ্জ উপজেলা কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার ও বরিশাল পুলিশ লাইন হাসপাতালে রয়েছেন মির্জাগঞ্জ কাঠালতলী ফারীর ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

হোম কোয়ারান্টাইনে রয়েছেন, কাকড়াবুনিয়া গ্রামের মোসাঃ হোসনেয়ারা বেগম ( ৪০) ঝাটিবুনিয়া গ্রামের মোসাঃ ফরিদা বেগম( ৫৫) দেউলী সুবিদখালী ইউনিয়নের মোঃ নজরুল ইসলাম মৃর্ধা (৫০) কাঁঠাল তলী পুলিশ ফারীর কোয়ার্টারেে রয়েছেন মোসাঃ রোকসোনা পারভীন (২৬) মোসাঃ রিজভান (০৮) মাস, মোঃ সুমন (২৪)

সুস্থ হয়েছেন, উওর কাঁঠালতলীর মোসাঃ কানিজ ফাতিমা (২৫) কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মোঃ রাজিব (২৫)

আজ পর্যন্ত মারা গেছেন, কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমত গ্রামের মোঃ মজিবুর রহমান (৪৫)

ডাঃ দিলরুবা ইয়াসমিন সর্বশেষে যানান, বিগত এক সপ্তাহের কোন নমুনার রেজাল্ট পাওয়া যায়নি। মোট নমুনা – ৩১২ ফলাফল –২৭৮ মোট ৩৪ জনের রেজাল্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি।