দেশজুড়ে

বীরগঞ্জে মহুগাঁও ঘোর কালি মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে মহুগাঁও ঘোড় কালি মন্দির ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১০ টা উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও ঘোড় কালি মন্দিরে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মহুগাঁও মহাশ্মশান কমিটির সভাপতি বাবু কিরন চন্দ্র দাস,৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় , ৫নং সুজালপুর ইউনিয়নের পুজা উজাপন সভাপতি সুব্রত দাস,সাংবাদিক রনজিৎ সরকার রাজ, সমাজ সেবক সুধির চন্দ্র রায় বীরগঞ্জ , ৬নং ওয়ার্ড সুজালপুর ইউনিয়ন পরিষদ বীরগঞ্জ আবু ছায়েদ রয়েল,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান বীরগঞ্জ, ।মদন রায়,রমনী কান্ত দাস, কমলা রায়, সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button