কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


সিরাজগঞ্জ জেলা কারাগারে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মমিন মারা গেছেন। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল মোমিন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পার পাচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার শিরিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, রোববার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মোমিন। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, আব্দুল মোমিন ২০২০ সালের ১৬ আগস্ট একটি গণধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।