দেশজুড়ে

ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন সাংসদ বেনজীর আহমদ

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় এর নতুন প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

নতুন প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাইয়ের জননন্দিত নেতা স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

রবিবার (২৪শে অক্টোবর) দুপুরে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় এর নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক উম্মে হাবিবা,বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগন,ধামরাই উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, উক্ত বিদ্যালয়ের শিক্ষকগন, শিক্ষার্থীগন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button