চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত


ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স’ সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১.২ ও ১৫ নং ওয়ার্ডের ৫ নং বিট পুলিশিং কার্যালয় নয়াগোলায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা আয়োজনে বিট পুলিশিং সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
২২ জানুয়ারি রবিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে অংশ নেওয়ারা সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ষণ ও নারী নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স’ বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।বিট পুলিশের সমাবেশে বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতিয়ার রহমান,চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, মোঃ শাহরিয়ার, সহকারী উপ পরিদর্শক মোঃ আব্দুল কাদের। ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, এম এম হক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আরিফ উদ্দীন, স্কুল শিক্ষক মোঃ আঃ খালেক প্রমূখ।