আপোষহীন ছাত্রনেতা সালাউদ্দিন কে সভাপতি পদে দেখতে চায় পশ্চিম ইলিশা ছাত্রদল


ইয়ামিন হোসেন: রাজপথের সাহসী যোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের সৈনিক ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদর থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ এর স্নেহভাজন পশ্চিম ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সালে্ কে সভাপতি হিসেবে দেখতে চায় পশ্চিম ইলিশা ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, পশ্চিম ইলিশার বাঘার হাট এলাকায় বেড়ে উঠা সালাউদ্দিন বুঝ হওয়ার পর থেকে তৃণমূল বিএনপির মিছিল মিটিং এ অংশগ্রহণ করতেন, মাধ্যমিক স্কুল থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পশ্চিশ ইলিশা শাখার রাজনীতির সাথে সম্পৃক্ত, যার ফলশ্রুতিতে ২০১২ সালের ছাত্রদল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সালাউদ্দিন।
দলীয় পদ পেয়ে সরকার দলীয় নেতাকর্মীদের দ্বারা হুমকি দামকিতে ও মাথা নত করেনি শহীদ জিয়ার এই সৈনিক।
দলীয় নির্দেশনা অনুযারী সকল প্রোগ্রামে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন এবং শক্তিশালী করেছেন পশ্চিম ইলিশার ছাত্রদল কে।
আপোষহীন এই ছাত্রনেতা কে একাদিক বার সরকার দলীয় নেতাকর্মীরা লোভনীয় অপার দিয়েও দল ত্যাগ করাতে পারেনি, পশ্চিম ইলিশার বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা দল ত্যাগ করলেও আপোষহীন এই ছাত্রনেতা আপোষ করেনি।
দলের দুঃসময়ে পশ্চিম ইলিশা ছাত্রদলের নেতৃত্বদানকারী সালাউদ্দিন কে আগামী সম্মেলনে সভাপতি করে ইউনিয়ন ছাত্রদল কে আরো শক্তিশালী করার আহ্বান করেছে নেতাকর্মীরা।
এই বিষয়ে সভাপতি পদ প্রত্যাশী সালাউদ্দিন বলেন, দীর্ঘ বছরের দলের জন্য কাজ করেছি, দল যদি মনে করে আমি যোগ্য তাহলে আমাকে মূল্যায়ন করবে।