নান্দাইলে বিশাল আয়োজনে নৌকা বাইচ, বন্ধ করলো প্রশাসন

0
96

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক : করোনার সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নৌকা বাইচে মেতে উঠে একদল যুবক। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলের আচাঁরগাও ইউনিয়নের টংগির চর বিলে। শনিবার বিকালে দুইদল যুবক দুটি নৌকা দিয়ে বিলে প্রতিযোগিতা মেতে উঠে।

খবর পেয়ে পুলিশ ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান,নান্দাইলের সহকারী কমিশনার ভূমি সারমীন ইয়াছমিন।

তিনি জানান,আমাদের দেখে যুবক গুলো নৌকা দুটি পানিতে ডুবিয়ে দিয়ে দিকবিদিক ছুটে চলে যায়। পুলিশের সহযোগিতায় নৌকা দুটি পানি থেকে তুলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নৌকা পরিচালনাকারী সিংদই গ্রামের মৃত শহর আলীর পুত্র, আতাফ আলী, মৃত আঃ রহমানের পুত্র আমির হোসেন,নূরইসলামের পুত্র রাকিবকে আটক করে করোনা কালে অহেন কর্মকান্ড আর করবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাইয়ুমকে একাধিক বার ফোন করেও পাওয়া যায় নি। এসব কাজে জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে বর্তমান করোনা পাদূর্ভাব কালে এধরণের কাজ জনসমাগম খুবই ঝুঁকি পূর্ণ, সরকারি আইন পরিপন্থী তাই বন্ধ করে দেওয়া হয়েছে।