দেশজুড়ে

উল্লাপাড়ায় মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় ১৭ আসামি গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক, সন্ত্রাস ও নাশকতাসহ আদালতের ওয়ারেন্টভুক্ত ১৭ আসামীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে উপজেলার বাবলীদহ গ্রামের মৃত খোদা বক্্েরর ছেলে ইউনুছ (৪০) কে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার রয়েছেন।

মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সাহেব গণি জানান, উল্লাপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৭ আসামীকে গ্রেপ্তার করেছে। তারা হলো- উপজেলার নয়ানগাতী গ্রামের জাহিদুল, ভট্র কাওয়াক গ্রামের মজনু মিয়া, ঝিকিড়া মহল্লার লিমন, রানা, হাসমত, সুমী, ইয়াকুব, উপজেলার শাহজাহানপুর মওলা, মোমেনা, সাত্তার, মনি, রহিম উদ্দীন, মজনু, উল্লাপাড়ার দুলাল, শিবপুর গ্রামের বাবু, পূর্ব ভদ্রকোল গ্রামের জাহিদুল বাবু। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আটজন ও নাশকতা মামলায় একজনসহ বাকী আটজনকে মাদক , সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানোা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button