নীলফামারীতে পল্লী চিকিৎসকসহ আরো ৮ জন করোনায় আক্রান্ত, মোট ২৯৫

0
105

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা সাহাপাড়ার পল্লী চিকিৎসকের করোনার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯৫ জনে দাঁড়ালো।

শনিবার (২০ জুন) রাত প্রায় ৭ টায় নীলফামারীর সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে ডোমার ছোট রাউতা সাহাপাড়ার পল্লী চিকিৎসক (৫৪) রেজাল্ট পজেটিভ আসে। আক্রান্ত পল্লী চিকিৎসকের জ্বর ও কাশি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিঅর ল্যাবে পাঠানো হয়।

তিনি আরো জানান, দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৩ ও ১৪ জুনের প্রেরিত ৩৯ টি নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া যায়।

জেলায় ৮ জন করোনায় পজেটিভের মধ্যে- সদরে-২, সৈয়দপুর উপজেলায়-১, জলঢাকা উপজেলায়-৪, এবং ডোমার উপজেলায়-১ জন।

এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত ২৯৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে-৯১, জলঢাকা উপজেলায়-৫৭, ডিমলা উপজেলায়-৪৭, সৈয়দপুর উপজেলায়-৪০, ডোমার উপজেলায়-৩৪ এবং কিশোরগঞ্জ উপজেলায়-২৬ জন। জেলায় চিকিৎসাধীন আছেন ১৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন। মৃত্যু বরন করেছেন ৬ জন।