বিরামপুরে ২ জুয়াড়ি আটক


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর মহল্লা থেকে ২ জন জুয়াড়ি কে আটক করা হয়েছে বলে থানা সূত্র মতে জানা যায়।
২১শে (অক্টোবর) -২০২১ ই তারিখ আনুমানিক দুপুর ১৪.৩০ ঘটিকার সময় বিরামপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ মাহমুদপুর (শান্তির মোড়) গ্রামের জনৈকা মোছাঃ খালেদা বেগম (৫০), স্বামী-মোঃ বাবু এর ইউক্লিপটাস গাছের বাগান হতে ০২ (দুই) বান্ডিল DON playing cards, জুয়া খেলার নগদ-১,১৮০/-(এক হাজার একশত আশি) টাকা,০৩(তিন) টি সাদা প্লাষ্টিকের বস্তাসহ দুইজন জুয়াড়ি ১.মোঃ লিটন (৩০),পিতা- মৃত হামিদ মিয়া ও ২. মোঃ আনোয়ার হোসেন (৪৮),পিতা- মোঃ আবুল হোসেন,উভয় গ্রাম-মাহমুদপুর (শান্তিরমোড়),থানা-বিরামপুর,জেলা –দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়েছে এবং সে সময় এজাহারনামীয় ০৭ জন সহ অজ্ঞাতনামা ৬/৭ জন জুয়াড়ি পালিয়ে যায়।
এই ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে, যার মামলা নং-২০,তারিখ ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামী দুইজনকে বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরণ প্রক্রিয়াধীন। পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ শাহীন শেখ জানান। উক্তিই বিষয়টি বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত নিশ্চিত করেছেন।।