বীরগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর ১৭শ ৬২ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

0
87

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস দুর্যোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ গ্রাম বিকাশ কেন্দ্র, ইউএনডিপি ও হেকস্ ইপার এর সহায়তায় আদিবাসী জনগোষ্ঠীর ১৭শ ৬২ টি পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এতে প্রত্যেক পরিবার পায় ১০ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫শ গ্রাম সুজি ও ২টি লাইফবয় সাবান।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী উপ পরিচালক মো. আমিনুল ইসলাম, পরিচালক সারা মারান্ডী, হেকস্ ইপার এর প্রতিনিধি ভূপেষ রায়, আলো প্রকল্প ব্যবস্থাপক নুরে আলম সিদ্দীকি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।