দেশজুড়ে

শ্রীনগরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাঘড়ার তানজিল চূড়ান্ত

আরিফুল ইসলাম শ্যামল: আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৭নং বাঘড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট আবু আল নাসের তানজিলের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা পরিষদের সংশ্লিষ্ট রিটানিং অফিসার তানজিলের মনোনয়নপত্রটির চূড়ান্ত বলে ঘোষনা দেন।

বাঘড়ার ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে আনারস প্রতীকের জন্য আবেদন করেছেন।

জানা যায়, বাঘড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২০ হাজার ৩৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪০৪ জন ও নারী ভোটার ৯ হাজার ৯৩৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button