বিনোদন

চমক নিয়ে আসছেন কারিনা কাপুর

অনেক দিন ধরেই ভালো থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা কাপুর খান। এত দিনে মনের মতো রহস্য গল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্য গল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দুই মাসের শুটিং সিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দুই মাসের সিডিউল থাকায় তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।

শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফরমের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এ ছবিতে। তবে তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি। শিগগিরই ছবির প্রি-প্রডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হনসল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা কাপুর। খবর আনন্দবাজারের।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button