দেশজুড়ে
শ্রীনগরে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকালে বাঘড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ।
বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও শাহ আলম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ সময় আরো বক্তব্য রাখেন বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম, বাঘড়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুনায়েত হোসেন, নীল কমল দাস মাস্টার, শ্রী হরি দাস, হাজী আব্দুল সামাদ, সহিদউদ্দিন খান, নুরুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মন্দিরের পোরহীতগণ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।