সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে ফিরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহআলমের সভাপতিত্বে এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র এস.এম. আমিরুল ইসলাম আরজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ বকুল, যুবলীগ নেতা রুমনসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংঘাত নয়- সম্প্রতিতে দেশ গড়ি। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, উদারচিন্তার একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি।