দেশজুড়ে

শেখ রাসেল দিবস উপলক্ষে ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার অদূরে ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ১৮ই অক্টোবর -২০২১ খ্রীস্টাব্দ, ৫৭তম জম্মদিন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত শেখ রাসেল দিবস উপলক্ষে ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৮ই অক্টোবর) ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান এর সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও বিতরন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু প্রমূখ।

এ’সময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে তালের চারা রোপনের জন্য তুলে দেওয়া হয় এবং বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী। এ’সময় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, ছাত্র-ছাত্রী সহ অনেকেই উপস্হিত ছিলেন

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button