রাজারহাটে শেখ রাসেল দিবস উদযাপন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে কেক কেটে জন্ম দিবস পালন করা হয়।
এছাড়া শেখ রাসেল দিবসের কেন্দ্রীয় মূল অনুষ্ঠানের উদ্ধোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম,উপজেলা কৃষি অফিসার শম্পা আক্তার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার জোবাইদুল কবীর,রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।