জাতীয়

ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তি সম্মেলন

আগামী ডিসেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, শিল্পীদের নিয়ে তিন দিনের একটি শান্তি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ এবং মুজিববর্ষ উপলক্ষে ‘বাংলাদেশ বিশ্ব শান্তি সম্মেলন’ করার উদ্যোগ নিয়েছি। এই সম্মেলনে আমরা রাষ্ট্রনায়কদের দাওয়াত দেইনি, আমরা কবি সাহিত্যিক গায়ক শিল্পী সংস্কৃতিকর্মীদের দাওয়াত দিয়েছি। সম্মেলনটি আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর এই তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় বিদেশের মাটিতে জর্জ হ্যারিসনের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশে’র জন্য এখনো সারাবিশ্ব বাংলাদেশকে চেনে। বাংলাদেশকে পরিচিত করে দিয়েছে ঐ একটি কনসার্ট। আমরা সেজন্য বিশ্ব শান্তি সম্মেলনে শিল্পী সাহিত্যিকদের আমন্ত্রণ জানিয়েছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button