করোনায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপকের মৃত্যু

0
79

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুবার করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে। কিন্তু গত ১৬ জুন তৃতীয় পরীক্ষায় আবার তার করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়।’

ডা. মুজিবুর রহমান রিপনকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৬ জন চিকিৎসক ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলেও জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।