নওগাঁয় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত

0
93

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁর মহাদেবপুরে আদিবাসী উড়াও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেওয়ানপুর আদিবাসী সাংস্কৃতিক চর্চা ও উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ আশেপাশের কয়েক জেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৭টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করে। এ

উপলক্ষে দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু।

দেওয়ানপুর আদিবাসী সাংস্কৃতিক চর্চা ও উন্নয়ন কেন্দ্রের সভাপতি যোগেশ উড়াও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার মন্ডল, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকার, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ বরকত আলী, দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহিন আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী নিবাস বর্মণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব তির্কী প্রিন্স। এর আগে শুক্রবার রাতে দেওয়ানপুর আদিবাসী পল্লীতে ডাল পূজার মাধ্যমে এ কারাম উৎসবের সূচনা হয়।