দেশজুড়ে

কোরআন অবমাননা কারীদের বিচারের দাবিতে পিরোজপুরে মুসল্লীদের বিক্ষোভ

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুরঃ কোরআন অবমাননা কারীদের কঠিন বিচারের দাবিতে পিরোজপুর জেলায় বিক্ষোভ করেছে ধর্মপ্রান মুসলিমরা। আজ শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজ আদায়ের পর জেলার বিভিন্ন এলাকায় মুসল্লীরা মহাগ্রন্থ আল কোরআন কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।

এদিকে জেলার ইন্দুরকানী উপজেলার একটি জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লীরা কোরআন কে অবমাননা করার ক্ষোভে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি মসজিদ থেকে বের হয়ে সড়কের কয়েকটি স্থান প্রদক্ষিণ করে শেষ করা হয়েছে।

এ সময় মিছিলে অংশ গ্রহন করেন, মসজিদের মুসল্লী, এলাকার গণ্য মাণ্য ব্যক্তি এবং আলেমগন’সহ বিভিন্ন শ্রেণির মুসলিমগন।

মুসল্লীরা বলেন, মহাগ্রান্থ আল কোরআন শরিফ কে যারা অবমাননা করেছে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি পাশাপাশি শান্তিপূর্ণ মিছিলে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এর বিচার চাই।

এর আগে মসজিদে নামাজ শেষে কোরআন কে অবমাননা করার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় শান্তি পূর্ণ বিক্ষোভ করলে তাদের উপর হামলা করা হয়। ওই হামলায় নিহত এবং আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ: গত বুধবার সকালে কুমিল্লার নানুয়ারদীঘির উত্তর পাড় পূজামণ্ডপে মূর্তির পায়ের উপরে কোরআন রাখার ঘটনা ঘটে। পরে স্থানীয় থানার ওসি ওই পূজামণ্ডপে গিয়ে কোরআন উদ্ধার করে।

এ খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ করে ধর্মপ্রান মুসলমানরা। বিক্ষোভ করা কালীন সময়ে বিক্ষোভ কারীদের উপর হামলা করা হয়। এসময় সাধারণ মুসলিমরা অনেকে নিহত এবং আহত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ