কুমিল্লার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের

0
76

কুমিল্লাসহ সারাদেশে ঘটে যাওয়া ঘটনাসমূহের প্রকৃত দোষীদের অতি দ্রুত গ্রেফতার করে হিন্দু মুসলিম সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সনাতন ধর্মানুসারীদের শারদীয় দুর্গাপূজায় সকল ধর্মের মানুষেরা সৌহার্দপূর্ণ অংশগ্রহণ করে আসছে। শারদীয় দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। এদেশের সাধারন মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৩ অক্টোবর ২০২১, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার জন্য আমরা ব্যাথিত হয়েছি। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর দুরভিসন্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রদায়িক হামলা পরিচালিত হচ্ছে। আমরা এর নিন্দা জানাই।

এছারা, গতকালের ঘটনার জের ধরে আর যেন কোন সহিংসতা না ঘটে সে বিষয়ে সবাইকে ধৈর্যের পরিচয় দিয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনার অনুরোধ জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।