আসছে ২০০ কোটি করোনা প্রতিষেধক

0
93

আগামী বছর অর্থাৎ ২০২১ সালের শেষের দিকে ২০০ কোটি করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন জেনেভায় সংবাদমাধ্যমকে এ কথা বলেন।

শুক্রবার জেনেভা থেকে ওই বিজ্ঞানী বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রমাণিত কোনও প্রতিষেধক নেই। তবে আমাদের সৌভাগ্য যে আমরা চলতি বছরের শেষেই একজন বা দুইজন গবেষককে করোনা প্রতিষেধক তৈরিতে সাফল্য পেতে দেখব।

তবে অধিকাংশ বিজ্ঞানীরা মনে করছেন, এখনও করোনা লড়াইয়ে কার্যকরী প্রতিষেধক পেতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। এদিকে গত মাসে গ্লোবাল ফার্মাসিটিক্যালসের ফিজার জানিয়েছেন, অক্টোবরের শেষেই করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে।

প্রসঙ্গত, সারা বিশ্বে ১০০টি প্রতিষেধকের ওপর বিভিন্ন পরীক্ষা চলছে। কিন্তু সুফল নিয়ে করোনার সঙ্গে লড়াই করবে এমন প্রতিষেধকের খোঁজ এখনও পাওয়া যায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নির্মিত প্রতিষেধক আশা দেখাচ্ছে। কিন্তু কবে প্রতিষেধক প্রয়োগে কোভিড আতঙ্ক থেকে মুক্তি মিলবে তা এখনও অনিশ্চিত।