দেশজুড়ে

ঘোড়াঘাটে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ই অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে কৃষি অফিস হলরুমে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার।

অনুষ্ঠানে কৃষকদের ইঁদুর নিধনে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ ইঁদুর নিধনে লেজ সংগ্রহকারীকে একটি স্মার্ট ফোন পুরস্কার দেওয়ার ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক- কৃষানী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা ইঁদুর নিধন অভিযান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা একটি ইঁদুর মেরে মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button