দেশজুড়ে

খুলনায় ৪০ লিটার দেশী চোলাই মদ ও গাঁজা সহ ৪ জন গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) অশোক হাওলাদার(৫২), পিতা-মৃত: অক্ষয় হাওলাদার, সাং-রাজাপুর আইচগাতী, থানা-রুপসা, জেলা-খুলনা; ২) মোঃ জাহাঙ্গীর হোসেন মনা(৪০), পিতা-মৃত: অজেদ আলী হাওলাদার, সাং-পশ্চিম সেনপাড়া বালুর মাঠ, থানা-দৌলতপুর; ৩) মোঃ মোস্তফা ফরাজী (৪৭), পিতা-মৃত: সামছুল হক ফরাজী, সাং-পশ্চিম সেনপাড়া বালুর মাঠ, থানা-দৌলতপুর এবং ৪) মোঃ ফরমান হাওলাদার(২৫), পিতা-মৃত: রহমান হাওলাদার, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ১৩০ গ্রাম গাঁজাআলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ১৪ অক্টোবর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button