দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূজা মণ্ডপ পরিদর্শন
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন, মাইজবাগসহ মকটুলা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান, শরিফুল ইসলাম (হিমেল) প্রমুখ। পরিদর্শনকালে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা আলোচনা করেন।