দেশজুড়ে

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মামুনের পিতার ইন্তেকাল

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন’র পিতা প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী মজিবুর রহমান মজনু শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে শ্রীনগর সদর ইউনিয়নের শেখ বাড়ি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বুধবার বাদ যোহর শ্রীনগর স্টেডিয়ামে মরহুম হাজী মজিবুর রহমান মজনু শেখকে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হাজার হাজার মানুষ উপস্থিত হন। জানাজা শেষে উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শ্রীনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button