দেশজুড়ে

বাঙ্গালার মাঝিপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের উঠান বৈঠক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ার বাঙ্গালা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু হানিফ মাষ্টারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের মাঝিপাড়া গ্রামবাসির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে গ্রামবাসির আয়োজনে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শুকুরের সভাপতিত্বে এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু হানিফ মাষ্টার, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাবেক মেম্বর আব্দুস সাত্তার, আ’লীগ নেতা বাবলু মিয়া, দলিল লেখক আব্দুস সালাম তিতি ও ব্যবসায়ী বাবলু মিয়া প্রমুখ।

মনোনয়ন প্রত্যাশী হানিফের উঠান বৈঠকে বক্তারা বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সৎ-যোগ্য, কর্মীবান্ধব ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দিবেন দল। দুনীতিবাজ, অসৎ ও গরীবের অর্থ আত্মসাতকারীকে আর মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন জন্য সৎ ও যোগ্য প্রার্থীর পাশে থাকুন। আগামী নির্বাচনে আমি আপনাদের ও জনগণের প্রার্থী হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন চাইবো। স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা আমাকে শতভাগ সমর্থন দিয়ে পাশে আছেন। জনগণের মনোনীত প্রার্থীকে দল মনোনয়ন দিলে চেয়ারম্যান পদটিকে বিপুল ভোটে বিজয়ী করে দলকে উপহার দিতে পারবেন বলে তার ধারণা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button