দেশজুড়ে

আজ মহাঅষ্টমী, মাগুরায় পালিত হচ্ছে দূর্গাপূজা

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ বুুধবার মহাঅষ্টমী।

পূজা উৎযাপন কমিটির তথ্যমতে, এবছর মাগুরার চার উপজেলায় মোট ৭১৩ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে প্রত্যেক মন্ডপ-কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। ঢাকের বাদ্য, মন্ত্র, আর উলুরধব্বনিতে মুখোরিত গোটা মন্ডপগুলো।

পূজারী আর ভক্তরা মেতেছেন প্রার্থনায়। পৃথিবী থেকে সকল আসুরিক শক্তি বিলুপ্ত হয়ে সকলের জন্য কল্যাণ বয়ে আসবে এটাই প্রার্থনা তাদের।

প্রতিবারের মত একবছরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। রয়েছে পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ। প্রশাসনের কর্মকর্তারা জানান, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডপে প্রবেশ করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। মাগুরায় পূজা উপলক্ষে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

জগতে মঙ্গল কামনা এবার দেবীর আগমন ঘটেছে দোলায় চড়ে। দেবী বিদায় নেবেন নৌকায় চড়ে। শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button