খুলনায় বিদেশি মদ-বিয়ারসহ বিক্রেতা আটক
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশী মদ ও ১০ ক্যান BELGIAN BEER সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
লবণচরা থানা সূত্রে জানা যায় , ১১ অক্টোবর সোমবার বিকালে সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) বায়জীদ ইবনে আকবর এর নেতৃত্বে লবণচরা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সমীর কুমার সরকার এর সমন্বয়ে গঠিত একটি টীম অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন সাচিবুনিয়া গ্রামের আমেরিকান বাড়ীর বিপরীত পাশে মোঃ শাহাজাহান হাওলাদারের দ্বিতল ভবনের দক্ষিণ ইউনিটের পশ্চিম পাশের রুমের মধ্য থেকে ৮ বোতল বিদেশী WHISKY যার সর্বমোট মূল্য ৬৪ হাজার টাকা; ৪ বোতল বিদেশী VODKA, যার সর্বমোট মূল্য ২৮ হাজার টাকা; ৩ বোতল বিদেশী GIN GILBEY’S যার মূল্য ১৮ হাজার টাকা এবং ১০ ক্যান BELGIAN BEER, যার মূল্য ১০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী ১) মোঃ শাহাজাহান হাওলাদার (৫৪), পিতা- মৃত আব্দুল মজিদ হাওলাদার, সাং-সাচিবুনিয়া মদিনাবাদ ওয়াপদা রোড, থানা-লবণচরা, জেলা-খুলনা – কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লবণচরা থানার মামলা নং – ৮, তারিখ-১১/১০/২০২১ , ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ( খ ) রুজু করা হয়েছে।